লামায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে

খাগড়াছড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:২১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম যে মানবাধিকার অবস্থায় রয়েছে ও আমরা যেসব অভিযোগগুলো পেয়েছি সেগুলোকে আমরা খতিয়ে দেখছি। বান্দরবানের লামায় ম্রো পাড়ায় বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন।

তিনি গতকাল সোমবার খাগড়াছড়ি সার্কিট হাউজে পাহাড়ের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় সার্কিট হাউজে খাগড়াছড়ি জেলা মানবাধিকার লঙ্ঘনপ্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখানের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পেলে এ কমিশন কাজ করবে। এ সময় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, কমিশন সদস্য মো. আমিনুল ইসলাম, কংজ্যরী চৌধুরী, . বিশ্বজিৎ চন্দ, . তানিয়া হক ও কাওসার আহমেদ ও কমিশনের সচিব নারায়ন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের সাহায্য ও সেবা পুণ্যময় ইবাদত
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত