লামায় ট্রাক্টর উল্টে শিশু চালক নিহত

লামা প্রতিনিধি | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

লামায় বালু পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর উল্টে চাপা পড়ে শিশু চালক নিহত হয়েছে। তার নাম মো. শাহজাহান (১৪)। সে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমরাবাদ গ্রামের বাসিন্দা মো. মনছুর আলমের ছেলে। গতকাল রোববার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শীলেরতুয়া এলাকায় একটি সড়ক উন্নয়ন কাজে বালু সরবরাহকালে ট্রাক্টর উল্টে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে লামা উপজেলার শীলেরতুয়া থেকে রুপসীপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ট্রাক্টর যোগে বালু সরবরাহ করছিল মো. শাহজাহানসহ আরো তিন শ্রমিক। প্রতিদিনের মত রোববার সকাল সাড়ে ১০টার দিকে সড়কে বালু সরবরাহ করতে গেলে অসাবধান বশত ট্রাক্টর উল্টে গেলে চালক শাহজাহান তাতে চাপা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ট্রাক্টর উল্টে চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহিজড়াদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ইফতার সামগ্রী বিতরণ