আকাশের গায়ে চাঁদ সূর্য তারা ভাসে একলগে
বৃক্ষের শাখায় পাখি পাঠ করে আপন দরুদ
নিরপেক্ষতায় কোনো বিরোধিতা নেই।
কিন্তু আমি মানুষের পক্ষপাত সমর্থন করি
লাবণীর জন্যে পক্ষপাত আমার আজন্ম
নিরপেক্ষতায় ভীষণ মুচড়ে পড়ি
দাঁতে দাঁত চেপে কষ্ট রাখি বুকের কোটরে।
হাজার হলেও সর্বাঙ্গ মানুষ আমি অবশ্যই
যৎকিঞ্চিত ভালোবাসা নিয়ে চলিফিরি,
লাবণীর জন্যে ঘর ছেড়ে যায়, ঘরে ফিরি।
লাবণীর জন্যে যুদ্ধ নয় এই কথা বিশ্বাস করিনা,
যদি যেতে হয়-যুদ্ধে যাবো
সূর্যসেন প্রীতিলতা হবো।