লাগামহীন দ্রব্যের দাম

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

সামপ্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলছে। অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির ফলে বিপর্যস্ত জনজীবন। অনাহারে -অর্ধাহারে জীবন কাটাচ্ছে সাধারণ মানুষ। করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। পকেট যখন শূন্যে খাঁ খাঁ, তার উপর কুঠারআঘাত করেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।এখন রীতিমতো বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়েছে। গত কয়েকদিনে দ্রব্যমূল্যে বৃদ্ধি পেয়েছে কয়েকগুণে। গত কয়েকদিন আগে পেঁয়াজ ছিল ৬০ টাকা এখন ১০০টাকা, আলু ছিল ২৫ টাকা এখন ৫৫ টাকা, চাউল ছিল ৪৫ টাকা এখন ৫৫ টাকা। এভাবেই সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। অবস্থান ভেদে এর দাম আরো বেশি বা কম হতে পারে।সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্রের সদস্যদের কারণে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।এমন পরিস্থিতিতে মনিটরিং সেল গঠন ও বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।
হাসান মাহমুদ শুভ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

পূর্ববর্তী নিবন্ধশিশুশ্রম বন্ধ করুন
পরবর্তী নিবন্ধআইন শাস্ত্রের বাতিঘর মানবতাবাদী ব্যারিস্টার রফিক-উল হক