লতাপাতায় ঢাকা বিদ্যুতের ৩২ কেভি লাইনের টাওয়ার

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

রাউজানে ৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের বেশ কয়েকটি টাওয়ার অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। উচ্চ ক্ষমতার বিদ্যুৎবাহী এসব টাওয়ারের অনেকগুলো লতাপাতার মধ্যে ঢেকে আছে। টাওয়ারে বিদ্যুতের তার দেখা না গেলে বুঝার উপায় নেই এসব বিদ্যুৎ সঞ্চালন লাইন।
সরেজমিনে দেখা যায়, রাউজান জলিলনগর আবসার কোম্পানির স’মিলের পাশে ও গহিরা কুণ্ডেশ্বরী ঔষাধালয়ের রাস্তার পূর্বপাশে ফসলি জমিতে দুটি বিদ্যুতের টাওয়ার লতাপাতায় ঢেকে গেছে। স্থানীয়রা জানান, এরকম আরও টাওয়ার রাউজানের বিভিন্নস্থানে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব টাওয়ারের রক্ষাণাবেক্ষণের দায়িত্ব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। টাওয়ারগুলো পরিষ্কার করে ঝুঁকিমুক্ত রাখতে প্রতিবছর কর্তৃপক্ষের অর্থবরাদ্দও থাকে। স্থানীয়দের অভিযোগ টাওয়ারগুলো প্রতিবছর লতাপাতায় ডেকে থাকলেও এগুলো ঝুঁকিমুক্ত করার কাজে কর্তৃপক্ষের কোনো লোককে দেখা যায় না। বিপজ্জনক হয়ে থাকা বিদ্যুৎ টাওয়ারগুলো দ্রুত ঝুঁকিমুক্ত করা না হলে যেকোনো সময় জীবনহানির ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা কর্তৃপক্ষকে সতর্ক করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদ ও ফাতেহা ইয়াজদাহুম মাহফিল
পরবর্তী নিবন্ধজুরাছড়িতে তিনদিন ব্যাপী ধর্ম উৎসবের সমাপনী