লকডাউন-এ গানের আসর জমিয়ে বিবাহের অনুষ্ঠান বন্ধ করুন

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

কভিড-১৯ এর কারণে প্রায় একবছর যাবৎ সব কার্যক্রম বন্ধ ছিলো। পরবর্তীতে তথা নতুন বছরের এপ্রিল মাস থেকে করোনা আক্রান্তের সংখ্যার দিক বিবেচনা করে লকডাউন ঘোষণা করা হয়েছে, আজ অবধি লকডাউন চলছে। কিন্তু সরকার ঘোষিত সকল নিয়ম-কানুন অমান্য করে গ্রামের বিভিন্ন বাড়িতে লোকজনের সমাবেশ ঘটিয়ে, গানের আসর করে বিবাহের অনুষ্ঠান করা হচ্ছে। সত্যিকার অর্থে বিষয়টি আসলেই দুঃখজনক। সরকার জনগণকে করোনা আক্রান্তের হাত থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন থেকে শুরু করে কত পদক্ষেপ গ্রহণ করলেন, কিন্তু আমরা মান্য করার চেষ্টা তো করছি-ই না বরং বিপরীত -টা করছি। মূলত সরকার কর্তৃপক্ষ থেকে যে-সব আইন জারি করা হয়, সেগুলো সরকারের স্বার্থে নয়, জনগণের স্বার্থে, জনগণের সুবিধার জন্য করা হয়।কিন্তু আমরা সরকার কর্তৃপক্ষের আইন উপেক্ষা করে চলছি। প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক ছুঁইছুঁই।এরকম ঘরোয়াভাবে বিবাহের অনুষ্ঠানের আয়োজন করলে, একজন আক্রান্ত রোগী সেখানে অবস্থান করলে তাঁর থেকে সমস্ত বাড়িতে ছড়িয়ে যাবে। করোনা আক্রান্তের দিক বিবেচনা করে সতর্ক হওয়া একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এবং এধরনের কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়ে দেয়া। পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করবো যাতে লকডাউনের ভিতরে এধরনের কর্মকাণ্ড কেউ না করে সেদিকে নজরদারি করা।
মো.আল-আমিন, বাংলা বিভাগ, ঢাকা কলেজ , ঢাকা ।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নাসিরউদ্দীন : সমাজ সংস্কারক ও সাহিত্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধআমাদের সন্তানদের শিক্ষা ঝুঁকি