রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১৫ পূর্বাহ্ণ

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাত এবং গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার টেকনাফ এলাকার ফয়েজ আহম্মদের ছেলে মো. আরিফ, কক্সবাজার ঈদগাঁও এলাকার নবী হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন ও কুমিল্লা চান্দিনা এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. তারেক।

জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার আরিফ তার বোন পরিচয় দিয়ে আফরোজা আক্তার নামে এক নারীর পাসপোর্ট ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশের কাছে কাগজপত্র উপস্থাপন করেন। তবে বাস্তবে তিনি ছিলেন রোহিঙ্গা। তার ঠিকানা দেখানো হয় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায়। কিন্তু ওই ঠিকানায় আফরোজা নামে ওই নারীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ। এর পরিপ্রেক্ষিতে প্রথমে আরিফকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জসিম উদ্দিন ও মো. তারেক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দেড় কোটি টাকার খাস জমি উদ্ধার
পরবর্তী নিবন্ধএবার নিয়োগ হচ্ছে টিকিট কালেক্টর