কর্ণফুলীতে দেড় কোটি টাকার খাস জমি উদ্ধার

২০ বছর দখলে রেখে খামার

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় দেড় কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি ২০ বছর ধরে অবৈধ দখলে রেখে গড়ে তোলা দুই ভাইয়ের মুরগি খামার ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়উঠান ইউনিয়নের খিল পাড়ার আবুল কালামের পুত্র মো. জামাল উদ্দিন ও মো. নাছির উদ্দিনের গড়ে তোলা এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় দখলদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক ও জরিমানা করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে আশ্রয় প্রকল্পের পাশে ২০ শতক সরকারি খাস জমিতে মো. জামাল ও মো. নাছির অবৈধভাবে দখলে ছিলেন। তারা এ জমি দখল করে খামারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেন। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয় এবং দখলমুক্ত করতে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়। এতে দেড় কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ‘যৌক্তিক’ করার উদ্যোগ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরি চক্রের তিন সদস্য গ্রেপ্তার