রোটারি ডিস্ট্রিক্ট গভর্নরের দায়িত্ব গ্রহণে নিষেধাজ্ঞা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

রোটারিয়ান রোহেলা খান চৌধুরীর ২২-২৩ সালের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের উপর উচ্চ আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেন।

বিগত ৫ জানুয়ারি সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে অনুষ্ঠিত রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচনে ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে রোটারিয়ান অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রাম জেলা যুগ্ম জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

নির্বাচনে রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর পদে বিজয়ী রোটারিয়ান রোহেলা খানের পক্ষে ওই মামলায় স্থগিতাদেশ দেয়ার আবেদন করা হয় হাইকোর্টে। আদালত যুগ্ম জেলা জজ আদালতের মামলাটি স্থগিত ঘোষণা করেন।

হাইকোর্টের উক্ত আদেশের বিরুদ্ধে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ গতকাল সিপিএন নম্বর ১৮৪৯/২২ মূলে হাইকোর্টের নির্দেশ স্থগিত করেন এবং বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধসড়কে নির্মাণসামগ্রী রাখায় একজনকে জরিমানা
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যাদুর্গতদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন