রোজা ধনী-গরিব সাম্যের শিক্ষা দেয়

ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

শাহ এমদাদীয়া : হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীরের পরিচালনায় মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ এরহাম হোসাইন, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রধান কাযী মো. সাইফুল আচফিয়া। মাহফিলে মিলাদ পরিচালনা করেন দারুত তায়ালীম প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্মসচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত।

এনএইচটি হোন্ডিংস : চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অন্যতম স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোন্ডিংস লিমিটেডের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে নগরীর আগ্রাবাদস্থ এনএইচটি হোল্ডিংসের হোটেল প্রজেক্টে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ক্রীড়া ও যুব সংগঠক সরওয়ার আলম চৌধুরী মণি ও এনএইচটি হোন্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে প্রতিষ্ঠানের উন্নতি এবং দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ : পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম কলেজ ‘এম ফোর্স’র (মহিউদ্দিন ফোর্স) আয়োজনে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইফতার মাহফিল ও নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম নোবেল, ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন চট্টগ্রাম কলেজ জামে মসজিদের ইমাম মো. শাহজাহান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, শরফুল ইসলাম মাহি, বিশ্বজিৎ শর্মা, জাহিদ হাসান সাইমন। উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল সাইমন, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, সাফায়েত হোসেন রাজু, জামশেদ উদ্দীন, কাজী আব্দুল মালেক রুমি, বোরহান উদ্দীন কায়েস, আরাফাত জয়, শোয়াইবুল ইসলাম, ইয়াসির আরাফাত রিকু, মো. জোবায়ের, মুবিনুল ইসলাম সাব্বির, মো. রোমান, দূর্জয় আচার্য্য, মোস্তফা আমান, ফোরকান, রুবেল হোসেন মুন্না, আকবর খান, আশরাফ উদ্দিন, ইমতিয়াজ বাবর, তানভীর আহমেদ, বিশাল হাজারী, মোহাম্মদ তারেক তৌহিদুল করিম ইমন, সায়েদ হোসেন রিফাত, গাবিন্দ দত্ত, মোহাম্মাদ হোসাইনসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।

৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ : ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের উদ্যোগে গরিবদুঃখী মেহনতি মানুষের মাঝে গত ৩ এপ্রিল উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক রায়হানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি মাহাবুবুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমদ, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি নুরুল আনোয়ার, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবসার উদ্দিন (এম.কম), আবু মোহাম্মদ ইউসুফ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস, শওকতুল ইসলাম দুলাল, প্রশান্ত ভট্টাচার্য্য, মো. সেলিম, আবদুল হালিম খোকন, বিশ্বজিৎ বিশ্বাস, টিটু নাথ, লিটন আইচ, মোহাম্মদ ইলিয়াস, সাঈদ হোসেন সোহেল, জামশেদ নুর, আনিসুজ্জামান খান, আমিরুল কবির সুমন, মো. মোরশেদ, মো. ইমন, নন্দিত দাশগুপ্ত, আজমীর শাহ, মো. হাসান, মো. মামুন, মো. জিয়া, মোহাম্মদ আব্বাস, শাহাদাত হোসেন, মোহাম্মদ রিয়াজ প্রমুখ।

বিজয় স্মরণী কলেজ বাউবি শাখা : বিজয় স্মরণী কলেজ বাউবি শাখার ইফতার মাহফিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণ সংগঠন ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কলেজ শাখার ভিপি মো. মেহেরাজের সভাপতিত্বে ও জিএস মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ডাক দিয়ে যাই চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান। বিশেষ অতিথি ছিলেন বিজয় স্মরণী কলেজ শাখার উপদেষ্টা মো. রুবেল, সিটি কলেজের আহ্বায়ক আশরাফুল ইসলাম শাকিল, মহসিন কলেজের এজিএস সুদীপ্তা পাল মেঘলা ও আইনজীবী মুক্তা আক্তার। উপস্থিত ছিলেন মো. এমরান, মো. রাকিব, জয় আচার্য্য, নলেজ চাকমাসহ সংগঠনের বিজয় স্মরণী কলেজ শাখার নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

পটিয়া এমএ খালেক ফাউন্ডেশন : পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ও কেলিশহর ইউনিয়নে এবং খরনা ৬ নং ওয়ার্ডে প্রায় আড়াই হাজার পেল এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী।

বৃহস্পতিবার (৪ মার্চ) এ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। এ সময় হাবিলাসদ্বীপ ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সবুজ বড়ুয়া সাজু, দেলোয়ার হোসেন খোকা, সাজ্জাদ হোসেন, উজ্জল মেম্বার, মো: আরিফ, হিমেল বড়ুয়া, আইয়ুব, দিপংকর মজুমদার, বেলাল হোসেন বাবু, ইউনিয়ন যুবলীগ সভাপতি তাজুল ইসলাম তাজু, ছাত্রলীগ নেতা ফৌজুল আলীম রুপু, মিজানুর রহমান, সোলাইমান, আনোয়ার হোসেন, মারুফ, মুখতার, বাবুল, মান্নান, তাজবীদ, ইফতি। অপরদিকে কেলিশহর ইউনিয়নে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুস মিয়া, আবদুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বাচা, আশুতোষ দাশ মেম্বার, শম্ভু দে মেম্বার, দেবব্রত দাশ লিটন মেম্বার, রবিউল হোসেন কপিল মেম্বার, হুমায়ুন মোর্শেদ মেম্বার, মো: ইলিয়াস মেম্বার, শুকলা বড়ুয়া মেম্বার, শিল্পী মিত্র মেম্বার।

তামাকুমণ্ডি লেইন বণিক সমিতি : তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাথে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তাদের সম্মানে এক ইফতার মাহফিল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহাফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ ইসমাঈল, গ্রামীন ফোন এর সিনিয়র জোনাল ম্যানেজার শিবাশীষ নন্দী, সাইফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার, আলমগীর হোসেন রুপম, মো: শহীদুল্লাহ, রবি মোবাইল অপারেটরের পক্ষে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার শাখাওয়াত হোসেন, মো: শাহিনুর, উপস্থিত ছিলেন ইবিল সুপার ভাইজার ইফতেখারুল ইসলাম ইমন, পি এম প্রজেক্ট ম্যানেজার মো: মেহেদী, এডমিন অফিসার মো: গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, ফারুক আজম এম. , মো সেলিম, বজলুর রহমান, জসিম উদ্দিন, সাদেক হোসেন, মিনহাজ উদ্দিন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন, আরিফ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশবে কদর হাজার মাসের শ্রেষ্ঠ রজনী
পরবর্তী নিবন্ধশতবর্ষী গাছ রক্ষা ও বন কর্মকর্তা হত্যার বিচার দাবি