রোজায় স্কুল-কলেজের ক্লাস ২০ এপ্রিল পর্যন্ত

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

যানজটের কারণে রোজায় স্কুল ও কলেজের ক্লাস ৬ দিন কমিয়ে ২০ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়; শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে শনিবারও। তবে প্রাথমিক বিদ্যালয় আগের সিদ্ধান্ত মতই ২০ রোজা (২২ এপ্রিল) পর্যন্ত চালু থাকবে। ২২ এপ্রিল শুক্রবার হওয়ায় আগের দিন বৃহস্পতিবারই ঈদের ছুটির আগে শেষ ক্লাস হবে। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস চালু রাখার আগের সিদ্ধান্ত বদলে ২০ এপ্রিল ১৮ রোজা পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। রমজানে ছুটি বাড়িয়ে ক্লাস কমানোর বিষয়ে তিনি বলেন, যানজটের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে ২৬ এপ্রিল ২৪ রোজা পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখার ক্ষতি পোষাতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়।

পূর্ববর্তী নিবন্ধপাসপোর্ট পেতে ভোগান্তি
পরবর্তী নিবন্ধব্যাটারিচালিত ৩ চাকার যান মহাসড়কে উঠতে পারবে না