রেলওয়ের সীমানা দেয়ালে ফাটল, ভয়ে ভয়ে হাঁটে পথচারী

লালখান বাজার এলাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

মারাত্মক রকমের ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেলওয়ের একটি সীমানা দেয়াল। লালখান বাজার মোড়ে রেলওয়ে অফিসার্স কলোনী মসজিদের পাশ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত ফুটপাতের পাশে আনুমানিক দুইশ’ ফুট দৈর্ঘ্যের দেয়ালটি যেকোনো সময় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে পথচারীরা ভয় আর শঙ্কা নিয়েই চলাচল করে।
নগরীর লালখান বাজার মোড়ের সন্নিকটে বাংলাদেশ রেলওয়ে অফিসার্স কলোনীর দীর্ঘদিনের পুরানো কিছু অব কাঠামো রয়েছে। মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা অবকাঠামোগুলো ৭০/৮০ বছরের পুরানো। এখানের সীমানা দেয়ালটিও ওই সময়কার। দীর্ঘদিনের পুরানো দেয়ালটির অবস্থা অত্যন্ত শোচনীয়। দেয়ালটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ক্ষয়ে গেছে প্লাস্টার। ফলে ইটের দেয়ালটি যেকোন সময় ভেঙ্গে পড়ার অবস্থায় রয়েছে।
দেয়ালটির পাশ দিয়ে প্রতিনিয়ত চলাচল করে শত শত মানুষ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটসহ আশেপাশের বিপুল সংখ্যক মানুষ দেয়ালটির পাশ ঘেঁষা ফুটপাত ধরে চলাচল করেন। ফলে এটির বেহাল দশা এসব পথচারীর জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, দেয়ালটি দীর্ঘদিনের পুরানো। এটির আয়ুস্কাল ফুরিয়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি ভেঙ্গে নতুন দেয়াল করার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএস্কেভেটর থেকে ধাতব পাত পড়ে রিকশাচালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাসপাতালের সামনে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন