রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

ডলার দাম আরও ২৫ পয়সা কমলো। নতুন দরে প্রবাসী ও রপ্তানি আয়ের বিপরীতে ১০৯ টাকা ৭৫ পয়সায় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ডলার কিনবে। আর আমদানিকারকদের কাছে বিক্রি করা করা যাবে ১১০ টাকা ২৫পয়সায়। খবর বাংলানিউজের।

গতকাল বুধবার বাফেদার একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়। ৩ ডিসেম্বর থেকে ডলারের এ নতুন দাম কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধবেশি দামে গরুর মাংস বিক্রি, বহদ্দারহাটে চার বিক্রেতাকে জরিমানা
পরবর্তী নিবন্ধসংসদ নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে রিট