বেশি দামে গরুর মাংস বিক্রি, বহদ্দারহাটে চার বিক্রেতাকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:০৪ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে বিভিন্ন দামে গরুর মাংস বিক্রির দায়ে চার মাংস বিক্রেতাকে ১১ হাজার টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ। অভিযান প্রসঙ্গে রানা দেবনাথ বলেন, বহদ্দারহাট কাঁচাবাজারের কানো দোকানে হাঁড় ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৯০০ টাকা, আবার কোনো দোকানে ৮০০ টাকা, এছাড়া হাড়সহ গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাই চারটি দোকানকে জরিমানা করা হয়েছে ১১ হাজার টাকা। এ সময় তাদের সতর্ক করা হয়েছে। ঢাকায় গরুর মাংস ৫৮০৬০০ টাকা বিক্রি হচ্ছে। চট্টগ্রামে এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। বর্তমানে গরুর দাম অনেক কমে গেছে। তাই মাংসও কম দামে বিক্রি করাটা যৌক্তিক।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
পরবর্তী নিবন্ধরেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল