রূপবতী চাঁদ!

নানা রঙের বলয়ের বিরল ছবি

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

চাঁদকে ঘিরে নানা রঙের বলয়। কমলা, বেগুনি, নীল, লাল, নানা রঙের। যেন একেবারে রূপবতী চাঁদ। উত্তর ইতালির পারমা শহরে চাঁদের এই বিরল ছবি তুললেন এক আলোকচিত্রশিল্পী- অ্যালবার্তো ঘিজ্জি পানিজ্জা। ৪৫ বছর বয়সি এই আলোকচিত্রশিল্পীর তোলা ছবি এখন গোটা বিশ্বের সংবাদ শিরোনামে। নেটপাড়াতেও তা ব্যাপক সাড়া ফেলেছে।
সূর্যের যেমন বায়ুমণ্ডল থাকে (যাকে সৌরবিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘করোনা’), তেমন কোনও বায়ুমণ্ডল নেই চাঁদের। তাই চাঁদের কোনও করোনা দেখা যায় না।
কিন্তু পৃথিবী থেকে চাঁদের ছবি তোলার সময় চাঁদের ‘করোনা’ও দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল আর জলকণার কারসাজিতে। একে বলা হয় ‘লুনার করোনা’। যা খুবই কালভদ্রে দেখা যায়। চাঁদের পিঠ থেকে প্রতিফলিত সূর্যের আলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা জলের কণা আর বরফের টুকরো ভেঙে দিলেই এই নানা রঙের বলয় দেখা যায় চাঁদকে ঘিরে। কপাল গুণেই সেই লুনার করোনা দেখতে পেয়েছেন ইতালির আলোকচিত্রশিল্পী পানিজ্জা। অনেক ক্ষণ ধরে দেখতে পেরেছেন বলে তার ছবিও তুলতে পেরেছেন। পানিজ্জার কথায়, ‘আমি বেশ কয়েক বার এই লুনার করোনা দেখেছি। কিন্তু তার কোনও ছবি তুলতে পারিনি। এ বার বরাতজোরে এই ছবি তুলতে পারলাম।’

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় ধাপে ভাসানচর যাচ্ছে আরো ৩ হাজার রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধসামিয়া রহমানের পদাবনতি