রুমা ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

ইউপি নির্বাচন

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলায় তৃতীয় ধাপে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। এ কারণে আজ শনিবার দিনগত মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। খবর বাংলানিউজের।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার ৩য় ধাপে বান্দরবান জেলার আলীকদম ও রুমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে একে-৪৭ সহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধমহেশখালীতে সৌদি আরবের ‘সাম্মাম’