রাঙামাটিতে একে-৪৭ সহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়াস্থ ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে নানিয়ারচর সেনা জোন। গত শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের আস্তানায় সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় ১টি একে-৪৭ (চায়না), ১টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১৮ রাউন্ড এ্যামুনিশন, ১টি ৫.৫৬ অটোমেটিক পিস্তলের ম্যাগাজিন, ১টি ৫.৫৬ ক্যালিভার অটোমেটিক বিদেশি পিস্তল, ২ রাউন্ড এ্যামুনিশন, ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, নগদ আড়াই লাখ টাকা এবং বেশকিছু চাঁদার রসিদ উদ্ধার করা হয়েছে। তবে আস্তানা থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবেশি ঝুঁকিতে চট্টগ্রাম-কক্সবাজার
পরবর্তী নিবন্ধরুমা ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা