রাস্তার পাশে ময়লা আবর্জনা দ্রুত অপসারণ করা হোক

| শুক্রবার , ২১ অক্টোবর, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভা। সরকারি শাহ্‌ আব্দুর রউফ কলেজের ঠিক পাশে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার ডাস্টবিন। পীরগঞ্জ বন্দরে প্রবেশের একমাত্র রাস্তা এই কলেজ রোড। ময়লা আবর্জনায় ডাস্টবিন ভরে যাওয়ার পরেও তা পরিষ্কার না করে রাস্তার মাঝেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকাবাসীসহ পথচারীদের। ময়লা আবর্জনার দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তূপে বেড়েছে পরিবেশ দূষণ। নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। শুধু এটিই নয় নগরীর প্রতিটি ডাস্টবিনের চিত্র একই। দ্রুত এসব ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আল-কোরশী আরশ
শিক্ষার্থী,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

পূর্ববর্তী নিবন্ধফজিলতুন্নেসা: ঢাবি’র প্রথম মুসলমান ছাত্রী
পরবর্তী নিবন্ধস্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে