রাসুলের (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ বিনির্মাণ করতে হবে

মিলাদুন্নবী (সা:) মাহফিলে বক্তারা

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুহাম্মদ মামুনুর রশীদ নুরী বলছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত। তিনি উত্তম চরিত্র ও মহানুভবতার একমাত্র আধার। পিতা-মাতা, স্বামী-স্ত্রী, প্রতিবেশী সবার অকৃত্রিম শিক্ষণীয় আদর্শ ও প্রাণপ্রিয় ব্যক্তিত্ব নবী করিম (সা.) একাধারে সমাজ সংস্কারক, ন্যায় বিচারক, সাহসী যোদ্ধা, দক্ষ প্রশাসক, যোগ্য রাষ্ট্রনায়ক এবং সফল ধর্মপ্রচারক। তিনি চট্টগ্রাম নগরীর ডিসি রোড সমন্বয় কল্যাণ পরিষদের ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, কল্যাণকর প্রতিটি কাজেই নবী করিম (সা.) সর্বোত্তম আদর্শ। তিনি রাসুলের(সা:) আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ বিনির্মাণের জন্য সকলের প্রতি আহবান জানান।
সমন্বয় কল্যাণ পরিষদের সভাপতি এখতেয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ ইদ্রিস বাবুল। আলোচনা অংশ নেন মাওলানা হেলাল উদ্দিন, মিয়ার বাপের জামে মাওলানা আবদুর রহীম মুরাদাবাদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাগজের বিদ্যা বনাম ই- বুক
পরবর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ার ও এস এ গ্রুপের স্বাস্থ্যসেবা চুক্তি