রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ভাঁজ

বাঙালির চরিত্রে

অদ্ভুত দিক

একবার বুকে টানে

পরে মারে কিক।

আরেকটা দিক আছে

চোখে পড়ে বেশি

পেশীজোর বেড়ে গেলে

কমে মেলামেশি।

মেলামেশি যা’ই হোক

শোনো ইতিহাস

হয় লোকে তেল দেয়

নয় দেয় বাঁশ’।

তেল দেয়া বাঁশ দেয়া

অনেকের কাজ

ভাঁজ দিয়ে চলাফেরা

বাকিদের কাজ।

পূর্ববর্তী নিবন্ধআজাদী কার্যালয়ে চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একদিন
পরবর্তী নিবন্ধসাইকেলের সওয়ারি-ভোমরা হতে তামাবিল