রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

টাকাই ঈশ্বর
টাকাই মামা,র টাকাই বাবা
টাকা ছাড়া যায় না ভাবা
আজকে কোনো কিছু,
টাকার জন্যে হন্যে হয়ে
ছুটছি পিছু পিছু।

চলছে টাকা আঁকাবাঁকা
টাকাই কাকা, টাকাই চাকা
টাকার অনেক দাম
টাকাই কেনে সোনার হরিণ
কিনতে পারে নাম।
টাকাই সাহস এগিয়ে চলা
টাকার জোরে কথা বলা
থাকলে টাকা থাকে না ভয়-ডর
টাকাই বিত্ত, টাকাই চিত্ত
টাকাই হৃদয়, টাকাই পিত্ত
টাকাকে তাই ভাবছে সবাই
ক্ষমতা – ঈশ্বর।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়দেশ-গণতন্ত্র ও বিশ্বব্যবস্থা
পরবর্তী নিবন্ধব্লুমংক