রাশেদ রউফ-এর অন্ত্যমিল

অনেক রকম

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

অনেক রকম মানুষ আছে
কথায় বাঁচে, কথায় নাচে
দিন বোঝে না- রাত বোঝে না
পরের ঘরে বেল মারে-

আয়-উন্নতি কপালে নেই
চলতে ফিরতে হারাবে খেই
তাই তো দেখি বছর বছর
পাশের বদল ফেল মারে।
যে যেভাবে বলে বলুক
যে যেভাবে চলে চলুক
কেউ আছে ঠিক অকারণে
কথায় কথায় তেল মারে-

আবার দেখি অনেক মানুষ
ওড়ায় কেবল কথার ফানুস
আপন সেজে কোলে বসে
বুকের ভেতর সেল মারে।

অনেক রকম মানুষ দেখি
কোথাও আসল, কোথাও মেকি!

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভিড়
পরবর্তী নিবন্ধরাম গোপাল ভার্মার সাক্ষাৎকার