রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

যানজট

ঘর থেকে বেরোলেই

মহা সংকট

নগরীর মোড়ে মোড়ে

লাগে যানজট।

ঝটপট গ্যাস পোড়ে

ভটভট তেল

বুকে বাজে সময়ের

কড়া হুইসেল।

টাইম মতো ঠিক কাজ

যায় না তো করা

জট মানে মরা লাশ

নেই নড়াচড়া।

মেজাজটা হট হয়

কাজ হয় নট

রাজপথে মাঝপথে

বদলায় পট।

যানজটে অতিষ্ঠ

আমরা সবাই

করবে কী প্রশাসন

তোলে শুধু হাই।

পূর্ববর্তী নিবন্ধশিশুরা একদিন স্মার্ট দেশ বিনির্মাণে এগিয়ে আসবে
পরবর্তী নিবন্ধজলপথে মহেশখালী থেকে সেন্ট মার্টিন