রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৪৪ পূর্বাহ্ণ

ইস্যু

কারণে ও অকারণে

বুড়োরাও শিশু হয়,

তুচ্ছ বিষয়ও জানি

সংগ্রামে ইস্যু হয়।

ইস্যু নিয়ে নাড়ানাড়ি

একে ওকে ছাড়াছাড়ি

কোথাও বা কাড়াকাড়ি

বাড়াবাড়ি মারামারি

চলে পুরো দেশটায়

হয় না তো স্বাভাবিক

দিনরাত চেষ্টায়।

কেউ কেউ ভান করে

কেউ অভিমান করে

এভাবে এদেশে আজ

রাজনীতি হাঁটছে

কেউ কেউ নেতাদের

পা দু’খানা চাটছে।

কাজ ছাড়া কর্মীর দাম কী?

চামচারা বোঝে পরিণাম কি?

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশে উচ্চশিক্ষা কেমন হতো?
পরবর্তী নিবন্ধসুরে ও গানে ৫০ বছর