রাশিয়ায় বন্ধ ফেসবুক ও টুইটার

আজাদী অনলাইন | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ১:৪১ অপরাহ্ণ

ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে রাশিয়ায় বন্ধ করে দেয়া হয়েছে ফেসবুক এবং টুইটার। শুক্রবার (৪ মার্চ) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয় বলে জানিয়েছে বিবিসির একটি খবর।

এছাড়া যুদ্ধ পরিস্থিতি এবং রুশ সেনাদের নিয়ে কেউ ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে। এ সংক্রান্ত একটি বিলে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আইনটি আজ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

রুশ পার্লামেন্টে পাস হওয়া আইন বিষয়ে মস্কো জানায়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানালেও নাগরিকদের গুণতে হবে জরিমানা। রাশিয়ার জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পশ্চিমারা বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেই তা ঠেকাতে এমন ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানায় তারা।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যুদ্ধ বা আগ্রাসনের কথা বলা হলেও তা মানতে নারাজ পুতিন সরকার। ইউক্রেনে চলমান পরিস্থিতিকে ক্রেমলিন রাশিয়ার বিশেষ সেনা অভিযান ছাড়া আর কিছুই বলতে নারাজ।

পূর্ববর্তী নিবন্ধহাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর
পরবর্তী নিবন্ধইউক্রেনের দুই শহরে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার