রাশিয়ার ‘১০টি যুদ্ধবিমান ধ্বংস করা’ কে এই ঘোস্ট অব কিয়েভ

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

নির্ভুল নিশানায় একের পর এক রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করছেন ঘোস্ট অব কিয়েভ! একটি-দু’টি নয়। ৩০ ঘণ্টায় পর পর ছ’টি। এ রকমই একটি ভিডিও ঘিরে নেটমাধ্যমে শোরগোল শুরু হয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর দিনেই এক নামহীন বিমানচালকের এই কীর্তির দাবি করেছে ইউক্রেন। ওই চালককেই ঘোস্ট অব কিভ বলা হচ্ছে। তাঁকে নায়কের আসনও পেতে দিয়েছে ভোলোদিমির জেলেনস্কি সরকার। যদিও এই দাবি ঘিরে উঠছে নানা প্রশ্ন। টুইটারে ভাইরাল হওয়া অসংখ্য ভিডিওতে দেখা গিয়েছে, ইউক্রেনের মিগ-২৯ যুদ্ধবিমানের চালকের আসনে এক হেলমেটধারী। ইউক্রেনের নানা শহরে যুদ্ধবিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন তিনি। এমনকি, নিখুঁত লক্ষ্যভেদে আকাশ থেকে নামিয়ে আনছেন রাশিয়ান বায়ুসেনার বিমান। সব মিলিয়ে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করেছেন তিনি। সত্যিই কি এমন করেছেন ঘোস্ট অব কিয়েভ? ইউক্রেনের অজানা ওই বিমানচালকের এমন কীর্তির সত্যতা নিয়ে প্রশ্নের মাঝে একটি ভিডিওতে ৫০ লক্ষের পছন্দ হয়েছে। একটি ভাইরাল পোস্টে এক জনের দাবি, রাশিয়ান বায়ুসেনার দু’টি এসইউ-৩৫, একটি এসইউ-২৭, একটি মিগ-২৯ এবং দু’টি এসইউ-২৫ বিমান উড়িয়ে দিয়েছে ঘোস্ট অব কিয়েভ। তবে এ সবই গুজব বলে উড়িয়ে দিয়েছে নানা সংবাদমাধ্যম থেকে শুরু করে টুইটার ব্যবহারকারীদের একাংশ। ঘোস্ট অব কিভ-এর অস্তিত্বকে নাকচ করে দিয়েছে। তাদের দাবি, টুইটারে ভাইরাল ওই ভিডিওটি ভুয়া। সেটি আসলে ২০০৮ সালে ডিজিটাল কমব্যাট সিমুলেটর নামে একটি ভিডিও গেমের একটি ফুটেজ। রয়টার্স-এর মতে, অনলাইনে যে ভিডিয়োটি দেখা যাচ্ছে, তাতে ইউক্রেনের কোনও ফাইটার জেট রাশিয়ান যুদ্ধবিমানকে ধ্বংস করছে না। এটি আসলে ডিসিএস ভিডিও গেমের অংশ।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এই দাবিকে অবশ্য মানতে নারাজ ইউক্রেন সরকার। রোববার ৩৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে তারা। ইউক্রেনের সরকারি টুইটার হ্যান্ডলে ওই ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, লোকজন একে ঘোস্ট অব কিয়েভ বলে চেনেন।

পূর্ববর্তী নিবন্ধপুতিন কি সত্যি পারমাণবিক বোমার বোতাম চেপে দেবেন?
পরবর্তী নিবন্ধপাঁচ লক্ষাধিক মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে: জাতিসংঘ