রাতে পাহাড় কাটার সময় হাতেনাতে ধরা

৪ ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় মেরুংয়ে রাতের আঁধারে পাহাড় কাটার সময় ৪ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ট্রাক জব্দ করা হয়। গত বুধবার রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

অভিযান শেষে তিনি জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিতেই একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে রাতে পরিচালিত অভিযানে পাহাড় কাটায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুর রহমান, নজরুল ইসলাম, আলমগীর এবং মো. খলিল নামে ৪ ব্যাক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধান লঙ্ঘন করে পাহাড় কাটায় তাদের এ জরিমানা করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ
পরবর্তী নিবন্ধযাবজ্জীবন সাজার আসামি ৫ বছর পর গ্রেপ্তার