রাজস্থলীতে ছাত্রলীগ নেতা অপহরণের ২৫ দিন পর মামলা, গ্রেপ্তার ৩

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে উপজাতীয় সন্ত্রাসীদের হাতে অপহরণের ২৬ দিন অতিবাহিত হলেও উপজেলা ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের খোঁজ মেলেনি। এদিকে, নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে এবং এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে রাজস্থলী থানায় চারজনের নামোল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে ২৯ ডিসেম্বর রাতে মামলা দায়ের করেছেন সালাউদ্দিনের মা। এই মামলায় সম্ভাব্য সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজস্থলী থানা পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলোমো. রুবেল (৩৩), মোক্তার হোসেন (২৬) ও মো. পারভেজ (৩৮)। তাদের বিরুদ্ধে নিখোঁজ সালাউদ্দিনকে খুন করার উদ্দেশ্যে অবৈধভাবে অপহরণ করার অভিযোগে পেনাল কোড১৮৬০ এর ৩৬৪/৩৪ ধারায় এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের রাঙামাটির আদালতে সোপর্দ করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট১ এর বিচারক ফাতেমা বেগম মুক্তার আদালত আসামিদের সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। প্রসঙ্গত: চলতি ডিসেম্বরের ৪ তারিখে রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি পাড়া নামক এলাকায় কাজে সন্ধানে গেলে রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিনকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পরের দিন সালাউদ্দিনের ভাই রাজস্থলী থানায় নিখোঁজ ডায়েরি করেছিলো। অপহরণের দীর্ঘ ২৬ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সালাউদ্দিনের খোঁজ মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধনড়াইলে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু নিখোঁজ ৮
পরবর্তী নিবন্ধআনোয়ারা রুস্তমহাট বাজারে আগুনে পুড়েছে ৫ দোকান