রাজনীতিতে এসেছে ঈদ সালামের পরিবর্তন

নেছার আহমেদ খান | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

মাত্র কয়েক বছর আগেও আমাদের নেতারা ঈদের পরের দিন আসত তৃণমূল কর্মীদের ঘরে ঘরে। কি মজাই না হত, হোক না ছোট কিম্বা বড় নেতা। এ পাড়া, ও পাড়া ঘুরে ঘুরে কর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করত এমন কি কর্মীদের মা, বাবা, ভাই, বোনদের সাথে কুশল বিনিময় করত। শেষে সবাই মিলে কারো বাংলো কিম্বা বাজারে আপ্যায়ন শেষে ঘরে ফিরে যাওয়া, সত্যিই এক মায়ার বন্ধন। অত্যন্ত দুঃখের বিষয় আজকাল নেতারা কর্মীদের বাড়িতে আসেই না উল্টো কর্মীরা যায় নেতার বাসায়। এতে কর্মীরা নেতার বাসায় হাজিরা দিতে গিয়ে অনেক প্রিয়জনের সাথে ঈদ সালাম করতে পারে না। আগে নেতারা আসলে সবার সাথে হতো ঈদ সালাম এতে কর্মীদের সাথে জনগণের সাথেও হয়ে যেত ঈদ সালাম। এখন নেতারা জনগণকে বিমুখ করছে ঈদ সালাম থেকে কর্মীরাও বিমুখ হচ্ছে তাদের নিকটাত্মীয় ঈদ সালাম থেকে। ঈদের নামাজের পর আমরা কবর জিয়ারত করতাম, তারপর নিজাত্মীয় সহ সামাজিক সবার সাথে ঈদ সালাম করতাম। এখন নেতার বাসায় যাওয়ার জন্য ফতোয়া খুঁজি কবর জিয়ারত ইসলামে নেই। হায়রে নেতা আপনাদের কারণে আজ মৃত বাপ, দাদারা পর্যন্ত জিয়ারত পাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধমানুষ হিসেবে কতটা ভালো?
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা মহামারীতে রূপ নিয়েছে