মানুষ হিসেবে কতটা ভালো?

মো: শহীদুল্লাহ সজীব | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

গত ৭ জুলাই ছিল চাকরিজীবীদের জন্য ঈদুল আযহার বন্ধের শেষ কর্মদিবস। শুক্রবার থেকে বন্ধ শুরু হয়েছে। শুক্রবার সকালে বাসা থেকে বের হই নিজ বাড়ী কাটিরহাট যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে দেখি সিএনজি ড্রাইভারদের যে সিন্ডিকেট। মুহূর্তে নতুনপাড়া থেকে কাটিরহাট ২৫০ টাকার রিজার্ভ সিএনজি ভাড়া ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। আর লোকাল কোন সিএনজি চলাচল করছে না! এরা সিন্ডকেট, যেতেই হবে এ ভাড়ায়! এই জিনিস অবশ্যই নতুন না। তবে একটা ব্যাপার ভেবে অবাক হই কোভিডের কড়া লকডাউনের সময় যখন ‘গরিব রিকশাওয়ালারা’ কি খাবে- এই ভেবে ফুটপাথে এদের ডেকে ডেকে খাবার, ডোনেশন দেয়া হচ্ছিল বিভিন্ন এলাকায় সেই সময়েই হাসপাতালে যাওয়ার জন্য ১০-২০ টা রিকশা ডেকেও আমি পাই নাই! এক রিলেটিভ মেডিকেল ভর্তি ছিল। মেডিকেলে সব পরীক্ষা-নীরিক্ষার ব্যবস্থা ছিল না। বাইরে অনেক পরীক্ষা করাতে হয়েছিল। তখন মেডিকেল থেকে ২০ গজের মধ্যে অ্যাম্বুলেন্স হাজার টাকা ভাড়া অফার করেও রাজি করাতে পারিনি। এরাই আবার অভাবের গল্প করে, আমরা গিলতে থাকি। কখনো অন্যের ক্রাইসিসে এদের চোখ ছলছল করে কি?
দুনিয়াটা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে না, খুব ভাল করেই মানি। কিন্তু ঐ যে, মনুষ্যত্বের ব্যাপারটা বোধহয় একদমই নেই এখন বেশিরভাগের মাঝে। চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়াতে কিংবা আড্ডাতে আমরা দিনভর আলোচনা করি- সরকার কতটা খারাপ, কর্তৃপক্ষ কতটা খারাপ। কখনো প্রশ্ন করেছি এই আমরা, এই আমজনতারা, এই সাধারণ মানুষরা, মানুষ হিসেবে কতটা ভালো?

পূর্ববর্তী নিবন্ধবিশুদ্ধ পানি নিশ্চিত হোক
পরবর্তী নিবন্ধরাজনীতিতে এসেছে ঈদ সালামের পরিবর্তন