রাজনীতিতে এরশাদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না

নগর জাতীয় পার্টির আলোচনা সভা

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

চকবাজারস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আবদুল্লাহ মিয়া। সভায় বক্তব্য রাখেন সালামত আলী, ছগির আহমদ সোহেল, মোহাম্মদ আলী, আবু তাহের, সাজ্জাদ হোসেন স্বপন, জহির উদ্দিন জহির, আবদুল কাদের, এডভোকেট সেলিম, ইরশাদুল হক সিদ্দিকী, আবদুর রব, মাজেদুল হক, জাহেদুল হক বাচ্চু, কাজী ফজলে হাসান শাহীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু তার বর্ণিল রাজনৈতিক জীবনে অনেক কিছুই পেয়েছেন আবার, অনেক কিছুই করেছেন দেশ ও মানুষের কল্যাণে। বাংলাদেশের রাজনীতিতে ওনার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেনা। এতে দোয়া মুনাজাত করেন, আল্লামা এহসান উদ্দিন।
মহানগর জাতীয় শ্রমিক পার্টি : চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৯১তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি জসিম উদ্দিন। নগর শ্রমিক পার্টির সহ-সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় ফকিরহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ আলম, মোজাম্মেল হক, নাঈম উদ্দিন, সুমন, মঞ্জুর আলম, বাবর, আশিক খান, আরিফুল ইসলাম, শওকত আকবর, নুর মোহাম্মদ, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, শফি, জিয়াউল হক ভুট্টু প্রমুখ।
মহানগর জাতীয় পার্টি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুলের সভাপতিত্বে ও নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজার পরিচালনায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জহুরুল ইসলাম রেজা, এনামুল হক বেলাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়ের বিয়ে দেয়া হলো না বৃদ্ধ পিতার
পরবর্তী নিবন্ধত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত