রাঙ্গুনিয়া থেকে এক আসামিকে ধরল পিবিআই

পটিয়ার মোসলেম অপহরণ মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

দেড় বছর আগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি পটিয়ার হাইদগাঁওয়ের পাহাড়ি এলাকায় ট্রাক ড্রাইভার মো. মোসলেমকে অপহরণ করে হত্যার পর লাশ পাহাড়ের ঝিরিতে পুঁতে পেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় অপহরণ মামলা হলেও পুলিশ কোন সুরাহা করতে পারেনি মামলার। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তভার পেয়ে গত ১ আগস্ট ঘটনায় জড়িত রাম তংচংগ্যা (৪২) ও পরিমল তংচংগ্যা (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তাদের স্বীকারোক্তি মোতাবেক গত রোববার রাঙ্গুনিয়ার কমলাছড়ি এলাকা থেকে ওই গ্রামের মো. মদন খাঁর ছেলে আবু তাহের (৪৫) কে গ্রেপ্তার করেন তদন্ত কর্মকর্তা এসআই পরিতোষ দাশ।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ‘পটিয়ার আলোচিত ট্রাক চালক মোসলেম অপহরণ ও হত্যা মামলায় আবু তাহের নামের আরও এক আসামীকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামীদের সনাক্ত করা হয়েছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধগণটিকার উৎসব আজ
পরবর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশনের যৌথ সভা