রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা বন্ধে অভিযান চালিয়ে ২০ হাজার টাকার অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পাইনবাগান এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজীব চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কাউখালী উপজেলা থেকে আসা একটি চক্র ইসলামপুর পাইন বাগান এলাকায় পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপন করে। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় পাহাড় কেটে বসতি স্থাপন করার দায়ে আবদুস সালাম ও মো. মাইনুদ্দিন নামে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়। এভাবে আইনভঙ্গ করে যারা পাহাড় কেটে ঘরবাড়ি করেছে তাদের উচ্ছেদ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমের তমব্রু বাজারে অগ্নিকাণ্ড ৫ দোকান ভস্মীভূত
পরবর্তী নিবন্ধবুসান চলচ্চিত্র উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’