রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩২৫ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর শিক্ষাবৃত্তি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষুদ্রনৃ গোষ্ঠীর জন্য সরকারি নানা সুযোগসুবিধা দিয়ে থাকেন। সরকারি ৫টি ঘর ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ৫টি ঘর দেওয়া হবে। ১০টি সাইকেল দেয়া হবে। নিয়মিত ভাতা সুবিধা দেয়া হচ্ছে। এভাবে নানা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউসিসিএর চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, ইউএনও কার্যালয়ের সিএ সাধন চাকমা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৬ মাস পর হাজার কোটির লেনদেনেও ‘স্বস্তির অভাব’
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভা