সাড়ে ৬ মাস পর হাজার কোটির লেনদেনেও ‘স্বস্তির অভাব’

পুঁজিবাজার

| বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

দীর্ঘ মন্দা কাটিয়ে ধীরে ধীরে স্বরূপে ফিরতে থাকা পুঁজিবাজারে অবশেষে লেনদেন ছাড়াল এক হাজার কোটি টাকা। প্রায় সাড়ে ছয় মাস পর এই চিত্র দেখা গেল। তবে শেষ ঘণ্টার লেনদেনে বিক্রয়চাপে সূচক কমে যাওয়ায় পুরোপুরি স্বস্তি পায়নি বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার সাধারণ সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে লেনদেন হলেও শেষ দুই ঘণ্টায় ২০ পয়েন্ট হারিয়ে যায়। দিন শেষে সূচক কমেছে ০ দশমিক ২১ পয়েন্ট। ছয় মাসের বেশি সময় পর গত মঙ্গলবার সূচক ছয় হাজার ৩০০ পয়েন্টের বাধা পার হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে যে প্রবল আগ্রহ দেখা দেয়, তাতে গতকাল লেনদেনের শুরুতে প্রায় সব কোম্পানির শেয়ারদর বেড়ে যায়। এক পর্যায়ে দেড়শর মতো কোম্পানি শেয়ারদর বেড়ে এবং ২৪টি হারিয়ে লেনদেন হচ্ছিল। তবে শেষ পর্যন্ত ৭৪টির দর বাড়ে, আর ৯৯টি দর কমে যায়। খবর বিডিনিউজের।

আগের দিনের দরে হাতবদল হয়েছে ১৯১টি কোম্পানি, যেগুলোর প্রায় সবগুলোই ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে। এসব কোম্পানির বেশিরভাগেরই ক্রেতা নেই বললেই চলে। গতকাল দিনভর হাতবদল হয়েছে ১ হাজার ১০৮ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন ছিল ৯২০ কোটি টাকার বেশি।

গত ৯ নভেম্বরের পর এই প্রথম হাজার কোটি টাকার বেশি লেনদেন দেখল পুঁজিবাজার। সেদিন লেনদেন ছিল ১ হাজার ১৮ কোটি টাকার কিছু বেশি।

গত কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও লেনদেনের শীর্ষে ছিল বীমা খাত। তবে এই খাতের বেশিরভাগে কোম্পানি দর হারিয়েছে। নতুন করে আগ্রহ দেখা দিয়েছে ওষুধ ও রসায়ন খাতে। আর্থিক খাত তলানিতেই আছে। দর বৃদ্ধির শীর্ষে কোনো একক খাতের প্রাধান্য দেখা যায়নি। তবে শীর্ষ ১০ কোম্পানির ছয়টিই লোকসানি।

খাতওয়ারী সবচেয়ে বেশি ২৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বীমা খাতে। এর মধ্যে ১২৭ কোটি টাকা লেনদেন হয় জীবন বীমা খাতে, ১২২ কোটি টাকা লেনদেন হয় সাধারণ বীমা খাতে। সাধারণ বীমার ১৬টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২১টির দর। চারটি আগের দিনের দরে হাতবদল হয়েছে। জীবন বীমায় বেড়েছে ৭টির দর, কমেছে ৫টির। দুটি আগের দিনের দরে হাতবদল হয়েছে।

খাতওয়ারী লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। বেশ কয়েক মাস পর এই খাতের শেয়ারে ঝুঁকতে দেখা গেছে বিনিয়োগকারীদের। ৩২টি কোম্পানিতে লেনদেন হয়েছে ১১৭ কোটি টাকার বেশি। এর মধ্যে আটটির দর বেড়েছে, ৬টির কমেছে। আগের দিনের দরে ছিল ১৮টি কোম্পানি। শত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে খাদ্য খাতেও। ১০৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে এই খাতে। তথ্যপ্রযুক্তি, বস্ত্র, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি এবং বিবিধ খাতে লেনদেন ছিল ৫০ কোটি টাকার বেশি।

পূর্ববর্তী নিবন্ধসেলিম আসলাম সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩২৫ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর শিক্ষাবৃত্তি