রাঙামা‌টি সদর ও না‌নিয়ারচ‌রের নির্বাচন ২৩ ডিসেম্বর

চতুর্থ ধা‌পে ইউপি নির্বাচন

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:০৬ অপরাহ্ণ

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘো‌ষিত তফ‌সিল অনুযায়ী ওই‌দিন রাঙামা‌টি সদ‌রের ৬টি ও না‌নিয়ারচর উপ‌জেলার ৪টি ইউ‌নিয়‌নে নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে।

আজ বুধবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

এর আগের তফ‌সিল অনুযায়ী জেলার ১০ উপ‌জেলার ম‌ধ্যে ১১ ন‌ভেম্বর বরকল, বিলাইছ‌ড়ি ও কাপ্তাই উপ‌জেলার ইউ‌পি নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে। রাঙামা‌টি সদর ও না‌নিয়ারচর ছাড়া বাকি থাক‌ছে লংগদু, জুরাছ‌ড়ি, কাউখালী, রাজস্থলী ও বাঘাইছ‌ড়ি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিনাভোটে নির্বাচিত হচ্ছেন আরও এক চেয়ারম্যানসহ ২ প্রার্থী
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পৃথক সড়ক দুঘর্টনায় নিহত ১, আহত ৭