রাউজানে মেডিকেল বর্জ্য যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে : মেয়র

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনিস্টিক সেন্টারের বর্জ্য নিরাপদ স্থানে সংরক্ষণ ও ধংস কার্যক্রম দেখতে গিয়ে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, মেডিকেল বর্জ্য যথাযথ ভাবে ধ্বংস ও সংরক্ষণ করা না হলে এলাকায় মারাত্মক সংক্রমণ রোগে মানুষ আক্রান্ত হবে। তিনি বলেন,যথাযথ নিয়ম মেনে এসব বর্জ্য ধ্বংস করতে হবে।

গত ১১ আগস্ট পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র জমির উদ্দিন পারভেজ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা হচ্ছে গ্রাম হবে শহর। আমরা পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক পৌরসভা গড়ার কাজ করছি। একাজে সহায়তা করছেন পৌর নাগরিকগণ। এতে বক্তব্য রাখছেন ডা. মো. ইকবাল হোসেন, কাউন্সিল কাজী ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, মো. নজরুল ইসলাম, আবু ছালেক, সাবের হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা পরিদর্শনে বিভাগীয় ক‌মিশনার
পরবর্তী নিবন্ধপটিয়ায় রাজবল্লভ দিঘিতে বড়শি প্রতিযোগিতা ২৭ আগস্ট