রাউজানে ভিজিডি প্রকল্পের চাল বিতরণ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:৩৮ পূর্বাহ্ণ

রাউজানে কোরবানীর ঈদকে সামনে রেখে এলাকার গরীব মানুষের মাঝে চাল বিতরণ করছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এসব খাদ্য সহায়তা সহায়তা দেয়া হচ্ছে ভিজিডি প্রকল্পের আওতায়। জনপ্রতিনিধিরা জানিয়েছে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় চলমান ত্রাণ সহায়তার পাশাপাশি ভিজিডি প্রকল্পের চালও দেয়া হচ্ছে। প্রতি ইউনিয়ন দুই’শ পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছে। গতকাল পৌরসভার গহিরায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বশির উদ্দিন খান,নাছিমা আকতার,যুবলীগ নেতা আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু।

পূর্ববর্তী নিবন্ধজ্যোতিমিত্র স্থবিরের শান্তি কামনায় সংঘদান
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৫০ শয্যার আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন