কক্সবাজারে ৫০ শয্যার আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারে ৫০ শয্যা বিশিষ্ট আরো একটি করোনা আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের পশ্চিম বাহারছড়ার কবিতা চত্বর এলাকায় হোপ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বর্তমানে করোনা রোগীদের জন্য কক্সবাজারে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালসহ সরকার পরিচালিত ৪শত ও এনজিও পরিচালিত ৬শত বেডের চিকিৎসা সুবিধা রয়েছে। কক্সবাজারে গত বছর মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১৫ হাজার জন। মারা গেছে ১৪১ জন। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে কক্সবাজার সদর উপজেলা। জেলার প্রায় অর্ধেক রোগী সদর উপজেলার বাসিন্দা। তবে এবার গ্রামগঞ্জেও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তিনি বলেন, বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী চিকিৎসাধীন আছে। আর ঈদের সময় এই সংকট আরো বাড়তে পারে। তখন তাদের হাসপাতালে জায়গা দেয়া কঠিন হয়ে পড়বে। তবে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গতকাল চালু হওয়া হোপ আইসোলেশন ও চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মো. আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, ডব্লিউএইচও’র স্বাস্থ্য পরামর্শক ডা. সেনথানো সায়মন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নওশাদ রিয়াদ ও ডা. ইমরুল কায়েস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াসমিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ভিজিডি প্রকল্পের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধআবদুল মন্নান চৌধুরী