জ্যোতিমিত্র স্থবিরের শান্তি কামনায় সংঘদান

| শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনীয়ায় বীর মুক্তিযোদ্ধা ভদন্ত জ্যোতিমিত্র স্থবিরের নির্বাণ শান্তি কামনায় অষ্টউপকরণসহ সংঘদান গতকাল শুক্রবার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনীয়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক সংগঠক সুমঙ্গল মহাস্থবির, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপ-বিহারাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাস্থবির, আশীর্বাদক ছিলেন পোমরা জ্ঞানাংকুর মৈত্রী বিহারের অধ্যক্ষ, বিদর্শন সাধক শাসনপ্রিয় মহাস্থবির, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব ও চান্দগাঁও শাক্যমুনি বিহারের নবরূপকার অধ্যক্ষ সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ স্থবির, বিশেষ অতিথি ছিলেন বেতাগী সার্বজনীন রত্নাংকুর ও সাগরবুদ্ধের বিহারের অধ্যক্ষ ইদ্দিপাঞ্‌ঞা মহাস্থবির, শ্রীপুর আমুচিয়া মৈত্রী বিহারের অধ্যক্ষ শুভানন্দ থেরো, শিলক মনিহর বিহারের অধ্যক্ষ সুমনশ্রী থেরো। আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও সংগঠক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, সৈয়দবাড়ি ধর্মচক্র বিহারের অধ্যক্ষ সুদেশক নন্দশ্রী থেরো, মহানাম ভিক্ষু, স্বরুপানন্দ ভিক্ষুসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেতাগী ধর্মানন্দ বিহারের অধ্যক্ষ শাক্যরত্ন ভিক্ষু। প্রয়াত জ্যোতিমিত্র স্থবিরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বেতাগী ধর্মানন্দ বিহারের সভাপতি পার্থ প্রতীম চৌধুরী ও বেতাগী সার্বজনীন বিহারের সভাপতি ব্যাংকার ধীমান বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধঈদে সিটিভিতে ‘ব্রেকিং নিউজ’
পরবর্তী নিবন্ধরাউজানে ভিজিডি প্রকল্পের চাল বিতরণ