রাউজানে আগুনে পুড়ল ১৮ বসতঘর

রাউজান প্রতিনিধি | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১২:৩৩ অপরাহ্ণ

রাউজানের চিকদাইর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দুপুরে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাঠানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি তাদের অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা বলেছেন, দুপুরে আগুনের লেলিহান শিখা দেখে পাড়ার লোকজন ছুটে যায় আগুন নিভাতে। পাশাপাশি খবর দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিস স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। এর আগে ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল আলম বলেন, তার বাহিনী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ইউনিয়ন পরিষদের পক্ষে দশ কেজি করে চাল, একটি কম্বল, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ, বিতরণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সরফভাটা মারমা পল্লীতে জলকেলি উৎসব
পরবর্তী নিবন্ধপটিয়ায় বেড়িবাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিলেন ‘ক্ষতিগ্রস্ত’ কৃষকরা