রশিদ ছাড়া পণ্য বিক্রি, খাতুনগঞ্জের দুই ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীর খাতুনগঞ্জের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্রয়বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আড়তগুলোতে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। ঈদ পরবর্তী সময়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর বিষয়ে বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়। গতকাল বাকলিয়া সার্কেলের এসিল্যান্ড এ এফ এম শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাথে ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা এবং কোতোয়ালী থানার একটি টিম। এসিল্যান্ড এ এফ এম শামীম আজাদীকে বলেন, ইদপরবর্তী বিভিন্ন পণ্যের ঊর্ধ্বগতি অনুধাবন করে এ অভিযান চালানো হয়েছে। এতে দায় থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআরও বাড়তে পারে তাপমাত্রা, দাবদাহ এপ্রিলজুড়ে
পরবর্তী নিবন্ধতীব্র গরমের সময় কী খাবেন, কী খাবেন না