রমজান মাসের সম্মানার্থে দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখুন

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

কয়েকদিন পরই সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে, অন্যান্য মাসের চেয়ে এই মাসে সাধারণ মুসলিম পরিবারে অতিরিক্ত ব্যয় হয়, কিন্তু অতিরিক্ত আয়ের পথ থাকে না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা রোজাদার মানুষের প্রয়োজনে দ্রব্যমুল্যের দাম কমানোর পাশাপাশি আরো অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু আমাদের দেশের চিত্র সম্পুর্ণ উল্টো যা আমরা রমজান মাসে দেখতে পায়, একটা শ্রেণি শুধুই শুকনো মুড়ি দিয়ে ইফতার করে আরেকটা শ্রেণির ইফতারে খাবারের পাহাড়, যা রমজানের শিক্ষা নয়। সারাদিন রোজাদারগনের পকেটে কেটে সন্ধ্যায় মসজিদে দৌড় না দিয়ে, সাধ্যমতো শ্রমজীবী সাধারণ রোজাদারগণের সুবিধার্থে দ্রব্যমূল্যের দাম না বাড়িয়ে একটা মাস অন্তত দাম সহনীয় পর্যায়ে রাখার আবেদন রাখছি, যাতে রমজানের শিক্ষা থেকে সবাই উপকৃত হতে পারি, পাশাপাশি সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা কঠোর ভাবে বাস্তবায়ন করার দাবি করছি।

আলমগীর হোসাইন

সিটি গেইট,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধইয়োহান গ্যোটে : বহুমুখী প্রতিভার প্রতিভূ
পরবর্তী নিবন্ধমায়েদের শুধু সংসারের গল্প থাকে