রক্তদানে উৎসাহিত করতে সন্দ্বীপে র‌্যালি

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সন্দ্বীপে রক্তদানে উৎসাহিতকরণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ফাইটার্সের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। গত শুক্রবার বিকালে র‌্যালি শেষে সাউথ সন্দ্বীপ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরমান জাবেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারের ম্যানেজার শরীফ সাইফুল্লাহ, স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার মো. আকবর হোসেন, বাংলাদেশ ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল হাসান, কবি ও প্রাবন্ধিক মোস্তাফা হায়দার, ব্যাংকার এরশাদ উল্লাহ, ও দেলোয়ার হোসেনসহ অনেকেই।
সংগঠনের উদ্যোক্তা ও সাধারণ সম্পাদক নজরুল নাঈম বলেন, আমরা চায় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে রক্তদাতা তৈরি হোক এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইয়ুথ ব্লাড ফাইটার্স। এছাড়াও আমরা রক্তদাতা তৈরি ও রক্তদানে উৎসাহিতকরণে স্কুল কলেজ ও উল্লেখযোগ্য স্থানভিত্তিক বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাইভোল্টেজ ম্যাচে কোয়ালিটি, উদয়নের জয়
পরবর্তী নিবন্ধনির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে