যৌবনের জয়গীতি ওড়ায় পতাকা

আশীষ সেন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

ভূমি কর্ষণে আমি ফলনের চিহ্ন পেয়েছি,

জীবন তোমাকে যৌবন তোমাকে বুনে রেখেছি,

এই ভূমি থেকে যেন জেগে ওঠে আবাদী মানুষ,

আগামী ফসলের মাঠ জুড়ে শুরু হোক উৎসব।

হে জীবন তোমাকে হে যৌবন তোমাকে

বুনে রেখেছি ফলনপিপাসু শস্যভূমিতে,

আগামী ভূমিবিপ্লবের উৎসবের দিনে

লোকগীতি গাইবার জন্যে।

শস্যভূমি জীবনের কথা বলে

যৌবনের জয়গীতি ওড়ায় পতাকা,

মাটির মমতা দিয়ে বুকের গহীনে

জ্বালে প্রেম তাঁত শাড়ি

সাঁঝের প্রদীপে।

শরীরে সঙ্গীত আসে কুলকুল স্রোতে,

ফসলের পদধ্বনি, তৃপ্ত হয়

লাঙলের ফলা,

হে বিমুগ্ধ জীবনযৌবন তোমাকে রেখেছি বুনে

শস্যভূমে প্রাণের প্রান্তরে।

পূর্ববর্তী নিবন্ধনিহিল এই কালে
পরবর্তী নিবন্ধআড়াল