যে নারীর আর্ত চিৎকার

সুমি দাশ | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

হৃদয় আমার ক্ষত বিক্ষত আজ আমিও নারী তা ভেবে, আমি দেখি আমার মাঝে হাজারো নারী, দেখি নারীর কষ্ট, নিজেকে বাঁচার আর্তচিৎকার, দেখি তাদের জীর্ণশীর্ণ, অবসন্ন দেহখানি, টেনে হিঁচড়ে নারীর বস্ত্রহরণ। গলে না তো তাদের পাষান মন। দেখি নারীর প্রচন্ড রক্তক্ষরণ, অসহ্য আঘাতের কষ্টের ক্রন্দন। কতটা কষ্টের আর্তনাদ, কতটা ছেড়ে দেয়ার আকুতি। হে তরুণ, হে নির্লজ্জ মানুষরূপী হায়েনার দল, মাংস খেকো, রক্তপিপাসু বন্য হিংস্র জানোয়ারের দল। বিকৃত রুচি, বিকৃত তোদের চাহিদা। নির্লজ্জ তোরা ও তোদের পিতামাতা। কার গর্ভে জন্ম তোদের, শিক্ষা তোদের কী? না মানিস তোরা মা, না মানিস বোন। জাতির কাছে প্রশ্ন শুনি জন্ম তোদের হয়নি ঠিক জানি। নারী কেন তোদের ভোগের সামগ্রী? কেন তোদের নির্লজ্জ পিপাসা? আজ যে কলঙ্কে জাত গেল, মান গেল। নেই তোদের মনুষ্যত্ব জ্ঞান, নেই তোদের বিবেক তোরা হলি নর্দমার কীট। জানি তোরা থাকবি বেঁচে তোদের আবারও দেখবে জাতি পথে ঘাটে, রাস্তার অলিগলিতে। আবার তোরা রঙিন চশমা পরবি চোখে, পচা দুর্গন্ধ শরীরে সুগন্ধি মেখে হাঁটবি বীরের বেশে। বত্রিশটা দাঁতের দু’ফালি দেখিয়ে ফেটে পড়বি অট্টহাসিতে আবারও ঘুরে বেড়াবি নতুন রূপে, কারো মা, কারো বোন কারো স্ত্রীর খোঁজে। ছি! এই হচ্ছে স্বাধীন দেশ, স্বাধীন কি আজ জাতি? এই হচ্ছে বিচার, যে দেশে ধর্ষকের জন্য গর্জে ওঠে বিশিষ্ট উকিল হাজার লড়ে প্রশ্রয়দাতা বিশিষ্ট সমাজপতি আইন যখন নিজস্ব অধিপতি। আর আমরা আছি অসংখ্য ধর্ষিতার পাশে, অসহায় বেশে, বিচার হীনতার কষ্টে দিনের পর দিন হতাশ হয়ে দীর্ঘনিঃশ্বাস ফেলে।

পূর্ববর্তী নিবন্ধধর্ষকমুক্ত বাংলাদেশ চাই
পরবর্তী নিবন্ধসমাজ কি ধর্ষক ও অসুস্থ রাজনীতির পৃষ্ঠপোষক