যেমন খুশি তেমন আঁকো
ইচ্ছে যে যার মতো
আঁকছে সবাই নানান ছবি
আঁকছে অবিরত ।
আঁকব ভাবি জলকবুতর
এবং ছোট্ট নদী
নদী আঁকতে ভাবছি আবার
কালি ফুরোয় যদি ?
ধুত্তুরি ছাই স্যার বলেছেন
যেমন খুশি আঁকো
ছোট্ট একটি নদী আঁকি
নদীর ওপর সাঁকো ।
তখন ছবি একটু একটু
খাতায় ছড়ায় আলো
ভাবনাগুলো রঙিন হয়ে
হচ্ছে আঁকা ভালো ।
আরও কিছু আঁকতে বলে
ময়না কানে কানে
রূপকথার এক বাঁশিঅলা
আঁকি তুলির টানে ।
আলোর দ্যুতি জড়ায় তখন
ভাবনাটা হয় দূর
অন্য ছবি ম্লান হয়ে যায়
আঁকলে মুজিবুর ।