যুব কর্মকর্তাদের এক এলাকায় ৫ বছরের বেশি রাখতে মানা

| বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তারা বছরের পর বছর একই পদে চাকরি করছেন। কোথাও ২৪ বছর কোথাও ২০ বছর। এ অবস্থায় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি বলছে, বিশেষ কারণ ছাড়া কেউ যেন পাঁচ বছরের বেশি সময় এক এলাকায় চাকরি করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। খবর বিডিনিউজের।
গত অগাস্ট মাসে কমিটির বৈঠকে এ আলোচনার সূত্রপাত ঘটিয়েছিলেন কমিটির সদস্য সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। ওই বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, সালাম মুর্শেদী খুলনার রূপসা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্বে একজনের ১৭ বছর ধরে থাকার কথা বলেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধড. মঈনুল ইসলামের কলাম