যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান, সম্মেলন স্থগিত

বোয়ালখালীর চরখিজিরপুর

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

দুই গ্রুপের দ্বন্দ্বে বোয়ালখালী চরখিজিরপুর ওয়ার্ড যুবলীগের সম্মেলন পণ্ড হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থানের খবর পেয়ে শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করে জেলা কমিটি।

দলীয় সূত্রে জানা গেছে, চরখিজিপুর যুবলীগ দুই ভাগে বিভক্ত। এর একটির নেতৃত্বে রয়েছেন এমএ মনছুর। অপরটির নেতৃত্বে রয়েছেন আব্বাস উদ্দিন। গতকাল বিকেল ৩টায় এমএ মনছুর গ্রুপ উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবদুল মান্নান রানাকে প্রধান অতিথি করে ৭৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন আহ্বান করেন। ওই সম্মেলন স্থানে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরকে প্রধান অতিথি করে একই ওয়ার্ডের পাল্টা কর্মী সমাবেশ আহ্বান করেন আব্বাস উদ্দিন। এ নিয়ে দুই গ্রুপ সকালে তর্কাতর্কি ও হাতাহাতিতে লিপ্ত হয়।

আব্বাস উদ্দিন অনুসারী চরখিজিরপুর যুবলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাকিল বলেন, সম্মেলন নিয়ে সকালে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর জেরে বিকেলে শাকপুরা চৌমুহনীতে আমাদের গ্রুপের সহসভাপতি এস্কান্দরকে একা পেয়ে মনছুর গ্রুপের লোকজন লাটিসোঠা দিয়ে মারধর করে আহত করেছেন। এস্কান্দরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে।

যুবলীগের আরেক অংশের সভাপতি এমএ মনছুর বলেন, আমাদের পূর্ব নির্ধারিত সম্মেলন বানচাল করতে অবৈধ কমিটির লোকজন পাল্টা সম্মেলন দিয়েছে। এরপর সকালে সম্মেলনের আয়োজন করতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। জেলা কমিটির নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, একই স্থানে দুই গ্রুপ সম্মেলন ডাকায় সম্মেলন স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মারামারির বিষয়ে জানি না।

বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবদল মান্নান রানা বলেন, মারামারি ও কেউ আহত হওয়ার অভিযোগ সত্য নয়। দুই গ্রুপের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির খবর পেেেয় জেলা নেতৃবৃন্দ সম্মেলন স্থগিতের নির্দেশ দেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, মারামারির খবর পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ‘পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স’ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় অগ্নিকাণ্ড