চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ‘পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স’ গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাতিয়াখোলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে পুলিশ হাতিয়াখোলা ঘিলাতলী এলাকার অলি ফকিরের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র্ত্র উদ্ধার করে। এ সময় পুলিশ অস্ত্রগুলো হেফাজতে রাখায় মো. আনোয়ার (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে।

জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নং ওয়ার্ড হাতিয়াখোলা ঘিলাতলী এলাকার অলি আহম্মদ প্রকাশ অলি ফকিরের বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র থাকার কথা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার দুপুর ২টা থেকে অভিযান শুরু করে। এ সময় পুলিশ অলি ফকিরের ছেলে মো. আনোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে আনোয়ারের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, একটি কার্তুজ, তিনটি বন্দুকের বাট বিহীন নল, তিনটি চাপাতি, পাঁচটি ছোট ও বড় ছুরি, একটি ধামা, টর্চ লাইটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার আনোয়ার বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার বিভিন্ন জনকে ভয়ভীতি, হুমকিধমকি দিতো বলে আমরা খবর পায়। সে পাহাড়ি সন্ত্রাসীদের সোর্স হিসেবেও কাজ করতো। গতকাল শনিবার দুপুর ২টা থেকে গহীন পাহাড়ি অঞ্চল হাতিয়া খোলার ঘিলাতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় অলি ফকিরের ছেলে আনোয়ারকে আটকের পর তার দেয়া তথ্য মধ্যে তাদের গোয়ালঘর, মুরগি রাখার ঘর, ঘরের সিলিং, পাইপের ভিতরসহ বিভিন্ন স্থান থেকে এসব আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধচাম্বলে ‘পাহাড় থেকে পড়ে’ হাতি শাবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধযুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি অবস্থান, সম্মেলন স্থগিত